ঢাকা-কক্সবাজার ট্রেন
Photo Credit: Collected

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-কক্সবাজার ট্রেন পথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এখন মাত্র ১৮৮ টাকায় ঢাকা থেকে রেল পথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার যাওয়া যাবে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সমুদ্র সৈকতের শোভা উপভোগ করতে আসেন। এখন থেকে ঘরে বসে অনলাইনে ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকেট কাটা যাবে।

ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্রেনের সময়সূচী

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়অফ-ডেস্টপেজ
৮১৩ কক্সবাজার এক্সপ্রেস১২:৩০
কক্সবাজার ছাড়ে
৯:১০
ঢাকা পৌঁছে
মঙ্গলবারচট্টগ্রাম (১৫:৪০), ঢাকা বিমানবন্দর (২০:৩০)
৮১৪ কক্সবাজার এক্সপ্রেস১০:৩০
ঢাকা ছাড়ে
০৭:২০
কক্সবাজার পৌঁছে
সোমবারঢাকা বিমানবন্দর (১০:৫৩), চট্টগ্রাম (০৩:৪০)
৮১৫ পালংকি এক্সপ্রেস২০:০০
কক্সবাজার ছাড়ে
০৪:৩০রবিবারচট্টগ্রাম (২৩:১৫), ঢাকা বিমানবন্দর (০৩:৫০)
৮১৬ পালংকি এক্সপ্রেস০৬:১৫
ঢাকা ছাড়ে
৩:০০রবিবারঢাকা বিমানবন্দর (০৬:৩৮), চট্টগ্রাম (১১:২০)

ঢাকা-কক্সবাজার-ঢাকা “পর্যটক এক্সপ্রেস” ট্রেনের সময়সূচী

* ৮১৫ নং ট্রেনটি কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে। এরপর ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।

* ৮১৬ নং ট্রেনটি ঢাকা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে। এরপর কক্সবাজারে পৌঁছাবে দুপুর ৩টায়।

আসন সংখ্যা ট্রেনে মোট ৭৮০টি আসন থাকবে। এর মধ্যে ২৪০টি এসি আসন, ৪২টি শোভন চেয়ার আসন এবং ৫১৮টি শোভন আসন থাকবে।

  • ভাড়াঃ “পর্যটক এক্সপ্রেস” ট্রেনটির ভাড়া ৮১৩/৮১৪ নং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের অনুরূপ হবে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্বঃ ৫৫১ কিলোমিটার

ঢাকা-কক্সবাজার-ঢাকা “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেন ভাড়াঃ 

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া শ্রেণিভেদে ভিন্ন। ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা হয়েছে: দূরত্ব, শ্রেণি, সুযোগ-সুবিধা।

বর্তমানে ঢাকা হতে কক্সবাজার ট্রেনটিতে নন এসি চেয়ার (শোভন চেয়ার) ও এসি চেয়ার (স্নিগ্ধা) কোচ চলাচল করবে। ভাড়া

  • শোভন চেয়ার: ৬৯৫ টাকা
  • এসি চেয়ার ১৩২৫ টাকা
  • এসি সিটের ১,৫৯০
  • এসি বার্থের ২,৩৮০

চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন ভাড়া:

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার: শোভন চেয়ার ২৫০ টাকা এবং এসি চেয়ার ৪৭০ টাকা

ট্রেন কবে ছাড়বে, পৌঁছাবে:

  •  কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৭টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে।
  • পুনরায় কক্সবাজার থেকে দুপুর ১২:৩০ মিনিটে যাত্রা করে চট্টগ্রাম ও ঢাকার বিমানবন্দরে যাত্রাবিরতি করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে।

ট্রেনে যা থাকবে:

দুটি খাবার বগি, একটি পাওয়ার কার, তিনটি এসি কেবিন, পাঁচটি এসি চেয়ার, ছয়টি শোভন চেয়ার এবং একটি নন-এসি ফার্স্ট সিট।

ট্রেনের আসন সংখ্যা:

ঢাকা থেকে আসন সংখ্যা হবে ৭৯৭। ফিরতি পথে আসন হবে ৭৩৭।

দ্রষ্টব্য:

#ট্রেনের সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আপনার যাত্রা নির্বিঘ্ন করতে, অনুগ্রহ করে আপনার যাত্রার আগে সর্বশেষ তথ্যের জন্য রেলওয়ে ওয়েবসাইট বা আপনার নিকটতম রেল স্টেশনে যোগাযোগ করুন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে এখানে বিস্তারিত পড়ুন এবং বুক করতে https://eticket.railway.gov.bd/ ভিজিট করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here