রোজার ঈদ আসছে, আর তার সাথেই ঈদুল ফিতর ২০২৪ ঘরে ফেরার ট্রেন টিকিট কেনার ভাবনাও শুরু হয়েছে। টেনশন নেই, এই বছর অনলাইনে সহজেই টিকিট কেটে ঘরে ফিরতে পারবেন। রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন যে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসের ২৪ তারিখ থেকে, চলবে ৩০শে মার্চ পর্যন্ত। এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
আরও খবরঃ
ঈদুল ফিতর ২০২৪: ট্রেনের টিকিট বিক্রি
শুরুর তারিখ: ২৪ মার্চ, ২০২৪
যাত্রার দিন:
২৪ মার্চ – ৩ এপ্রিল
২৫ মার্চ – ৪ এপ্রিল
২৬ মার্চ – ৫ এপ্রিল
২৭ মার্চ – ৬ এপ্রিল
২৮ মার্চ – ৭ এপ্রিল
২৯ মার্চ – ৮ এপ্রিল
৩০ মার্চ – ৯ এপ্রিল
ফিরতি টিকিট:
ফিরতি টিকিট বিক্রি শুরু: ৩ এপ্রিল, ২০২৪
৩ এপ্রিল – ১৩ এপ্রিল
৪ এপ্রিল – ১৪ এপ্রিল
৫ এপ্রিল – ১৫ এপ্রিল
৬ এপ্রিল – ১৬ এপ্রিল
৭ এপ্রিল – ১৭ এপ্রিল
৮ এপ্রিল – ১৮ এপ্রিল
৯ এপ্রিল – ১৯ এপ্রিল
বিক্রির পদ্ধতি:
- দুটি শিফটে টিকিট বিক্রি করা হবে:
সকাল ৮টা: পূর্বাঞ্চলের ট্রেন
দুপুর ২টা: পশ্চিমাঞ্চলের ট্রেন - বিক্রিত ট্রেনের টিকিট ফেরত দিতে পারবেন না
বিক্রয় পদ্ধতি:
- অগ্রিম ও ফেরত যাত্রার সকল টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
- কোনো কাউন্টারে টিকিট বিক্রি করা হবে না।
টিকিট কেনার সুযোগ:
- একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন।
অর্থাৎ, একজন যাত্রী সর্বোচ্চ দুইবার টিকিট কিনতে পারবেন (একবার অগ্রিম যাত্রা এবং একবার ফেরত যাত্রা)।
অনালাইনে সহজ ভাবে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করা হলো নিম্নে:
* যাত্রীকে একবারই মাত্র নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন হয়ে গেলে স্টেশন কাউন্টারে গিয়ে শুধু মোবাইল নাম্বার অথবা NID নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার বললেই রেলের ডাটাবেইসে রক্ষিত তথ্যাদি টিকিটের উপরে স্বয়ংক্রিয়ভাবে মুদ্রিত হবে। অর্থাৎ রেজিস্টেশন একবারই মাত্র করতে হবে।
* মোবাইলের ক্ষেত্রে SMS একবারই প্রেরণ করতে হবে NID নাম্বার ও জন্মতারিখ দিয়ে। আশাকরি এইটুকু টেক্সট প্রেরণ সকল মোবাইলধারী করতে পারবে। কেউ না পারলে সেক্ষেত্রে ফ্যামিলীর সদস্যরা সাহায্য করতে পারবে অথবা স্টেশনের স্থাপিত হেল্প ডেস্কে আসলেই হবে।
* অনলাইন বা আ্যপ বা মোবাইল যে মাধ্যমেই নিবন্ধন করুন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে কোন অসুবিধা নেই।
* একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র একজনের তথ্য টিকিটের উপরে মুদ্রিত হবে। এক্ষেত্রে ভ্রমনকালে উক্ত ব্যাক্তি উপস্থিত থাকলেই হবে।
* পিতা মাতা বা বয়স্কদের যারা একাকী ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যরা টিকিট ক্রয় করে থাকেন সে ক্ষেত্রে যে ভ্রমণ করবে তার ফোন নাম্বার অথবা NID নাম্বার কাউন্টারে বলে টিকিট ক্রয় করলে টিকিটের উপরে ভ্রমণকারীর তথ্য থাকবে ফলে এ ব্যাপারে আর কোন সমস্যা হবে না।