বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।
কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা; নবনির্বাচিতদের সঙ্গে বৈঠকে এ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাবধানী হওয়ার বার্তাও দেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দেন, বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবারই প্রথম জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেখানে ঠিক হয়েছে, বিধানসভার স্পিকারের চেয়ারে আবারও বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীসহ বিধায়কদের শপথ গ্রহণের দিনও ঠিক হয় ওই বৈঠকে।
মমতা বলেন, আমাদের জয়ে সারাদেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরাও খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।
রিষদীয় দলের নেতা হিসেবে মমতার নাম ঠিক হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলনেত্রী ঠিক করবেন, কে কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন। বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান পার্থ চট্টোপাধ্যায়।