দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৬ উইকেটে ১৫২ রান করেছে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শুরু করবে টাইগাররা।
That’s that from Day 2 as #TeamIndia are now 4 wickets away from victory in the #PinkBallTest
A 4-wkt haul for @ImIshant in the 2nd innings.
Updates – https://t.co/kcGiVn0lZi@Paytm | #INDvBAN pic.twitter.com/kj7azmZYg0
— BCCI (@BCCI) November 23, 2019
তৃতীয় দিনে ভারত যদি ৮৯ রানের মধ্যে চার উইকেট নিতে সক্ষম হয় তবে এই ম্যাচে জয় পাবে বিরাট বাহিনী। ক্রিজে বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত রয়েছেন । কলকাতা টেস্টে ইনিংস পরাজয় এড়াতে এখনও ৯০ রান করতে হবে টাইগাদের ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে হতাশ করল বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৩ রান না করতেই প্যাভিলিয়নে ফিরে গেলেন সাদমান, মমিনুল, ইমরুল কায়েশ এবং মিঠুন। সেখান থেকে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম খেলাকে টিকিয়ে রাখেন। বাংলাদেশের স্কোর যখন ৮২, তখন হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়ে যান মাহমুদুল্লাহ।
ভারতের ইনিংসের থেকে এখনও ৮৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ভারতের জয়ের জন্য প্রয়োজন শুধুমাত্র ৪ উইকেট।
Stumps, Day 2, Second Test.#BANvIND #RiseOfTheTigers pic.twitter.com/RemDdNuUAv
— Bangladesh Cricket (@BCBtigers) November 23, 2019