এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে দেশটিতে।
#BREAKING Russia confirmed 5,642 new coronavirus infections on Tuesday, bringing the country’s official number of cases to 52,763https://t.co/F9B8L1D8pX
— The Moscow Times (@MoscowTimes) April 21, 2020
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন।
তবে দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সে তুলনায় কম। রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৫৬ জন। এদের মধ্যে সোমবার গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন।
এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। ঘর থেকে বের হয়ে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হয় বাসিন্দাদের।