লন্ডনে ক্রিস্টির নিলাম ঘরে বিক্রি হলো এক টুকরো চাঁদ, মানে চাঁদের পাথর। পৃথিবীতে দুর্লভ এই চাঁদের পাথরটির দাম উঠেছে ৩৫ লাখ ডলার। বৃহস্পতিবার পৃথিবীতে থাকা চাঁদের এই পঞ্চম বৃহত্তম টুকরাটি বিক্রি হয়ে যায়।
A moon rock, weighing over 13.5 kg will go on private sale at Christie’s. Known as NWA 12691, it is thought to be the fifth largest piece of the moon ever found on earth https://t.co/mi33PXKzgK pic.twitter.com/hHn55adshH
— Reuters (@Reuters) April 30, 2020
সাড়ে ১৩ কেজি ওজনের পাথরটি কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে পৃথিবীতে এসে পড়েছে বলে ধারণা করা হয়। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। NWA 12691 নামেই পরিচিত এই চাঁদের পাথর। এখনও পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে।
প্রসঙ্গত, সাহারা থেকে এর আগেও মহাজাগতিক বস্তু উদ্ধার হয়েছে। এই চাঁদের পাথরের খোঁজ প্রথম কে পেয়েছিলেন সেটা জানা যায়নি। তবে বিভিন্ন হাত ঘুরে এই পাথর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঠাঁই পায়।