কিমকে নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তার অবস্থান কোথায় তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। তবে শোনা যাচ্ছে সংকটাপন্ন অবস্থায় রয়েছে কিম জং উন।
North Korean defector says he is ‘99% sure’ Kim Jong Un is dead https://t.co/EYMePUJPc6 pic.twitter.com/VPx04oW5Mr
— Daily Mail Online (@MailOnline) May 1, 2020
মূল কথা, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। কখনো শোনা যাচ্ছে, সংকটাপন্ন অবস্থায় আছেন কিম জং উন। আবার কিছু সংবাদমাধ্যম দাবি করছে, মারা গেছেন কিম। তবে এবার তাইওয়ান গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হলো যে, কিম অসুস্থ এবং জরুরিভাবে তার উত্তরসূরি খুঁজছে উত্তর কোরিয়া।
এ বিষয়ে তাইওয়ান ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান কুয়ো চ্যাং বলেন, আমি গোয়েন্দা তথ্য থেকে বলছি। কিম এখনো উত্তর কোরিয়ার সরকার এবং সেনাবাহিনী প্রধান হিসেবে আছেন। তবে কিমের বর্তমান শারীরিক অবস্থা কেমন এ বিষয়ে তাইওয়ানের গোয়েন্দা প্রধান কিছু জানাননি।