ব‌রিশা‌লে ক‌রোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চি‌কিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ সং‌শ্লিস্টদের উন্নত পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বরিশালের তারকা মানেরসহ অভিজাত ৭টি আবাসিক হোটেল বরাদ্দ করা হয়েছে।

হোটেলগুলো হলো বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্ক, সদর রোডের সেডোনা, হোটেল আলী ও অ্যারিনা, কাঠপট্টি রোডের এ্যাথেনা, আমতলা মোড়ের হোটেল ইস্টার্ন এবং পোর্টরোডের হোটেল রোদেলা।

গত শুক্রবার রাত পর্যন্ত তিন তারকা মানের গ্র্যান্ড পার্কে ১০ জন এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক ও নার্স উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে উঠবেন সংশ্লিষ্ট অন্যান্য চিকিৎসক ও নার্স সহ অন্যান্যরা।

করোনা চিকিৎসায় নিয়োজিত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১০০ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টকে আপাতত থাকা খাওয়ার জন্য ভালো মানের হোটেলের ব্যবস্থা করায় খুশি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here