গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে রবিবার (৩ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার (২ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
অন্যদিকে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টিনে রয়েছেন আরো সহস্রাধিক সদস্য। এসব পুলিশ সদস্যদের চিকিৎসার পাশাপাশি মনোবল অটুট রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে পুলিশ সদর দফতর।
মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এবং পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হচ্ছে।
২৮ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত হয়ে জসিম উদ্দিন নামে পুলিশ সদস্য মারা যান। কনস্টেবল জসিম উদ্দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার মারা যান ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগে কর্মরত এএসআই আবদুল খালেক (৩৬) এবং ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।