ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র মাহে রমজান। সূর্যের অবস্থানের ভিত্তিতে রোজা পালন হয়ে থাকে। সূর্যোদয়ের আগেই খেয়ে নিতে হবে সেহরি। আর ইফতার করতে হবে সূর্যাস্তের পর। এর মাঝে নেই কোনো খাদ্য গ্রহণের সুযোগ।

তার পরও মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে রোজা পালন করে থাকেন। তবে লম্বা সময় উপোস থাকার কারণে কারো কারো জন্য রোজা অপেক্ষাকৃত কঠিন হয়ে ওঠে।

বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু’ঘণ্টা পরই সেহরি খেতে হয়। অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার।

উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। দেশটি মোট জনসংখ্যা সাড়ে ৩ লাখের মতো। এর মধ্যে মুসলমান ১ হাজারের কিছু বেশি। এখানকার মুসলমানরা রোজা পালনের ক্ষেত্রে বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান। তারা সবচেয়ে বেশি লম্বা সময় রোজা রাখেন।

আইসল্যান্ডে এবার সেহরি খেতে হচ্ছে রাত দু’টো ৮ মিনিটে আর ইফতার হয় পরের দিন রাত পৌনে ১২ টায়। সেহরি থেকে ইফতার পর্যন্ত কত ঘণ্টা হলো? ২২ ঘণ্টার মাত্র বিশ মিনিট কম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here