অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ২০২৩ মহিলা বিশ্বকাপ আয়োজন করবে। জুন মাসের শুরুতেই জাপান ও ব্রাজিল আয়োজক হিসাবে তাদের নাম প্রত্যাহার করে নেয়। বাকি ছিল কলম্বিয়া ।
Australia and New Zealand will host the 2023 Women's World Cup https://t.co/EewGEF5OpM
— MorningRinger (@morning_ringer) June 26, 2020
শুক্রবার ফিফা ঘোষণা করেছে যে , মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতায় একমাত্র প্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে ।
নতুন সংস্করনের ফলে এই প্রথমবার মহিলা ফুটবল বিশ্বকাপের মূলপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩২টি দেশ অংশ গ্রহণ করবে, আগে ছিল ২৪টি।
প্রতিযোগিতাটি ২০২৩ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।