বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। একই সময়ে নতুন করে প্রায় পৌনে দুই লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ১ হাজার ছাড়িয়েছে। আর এতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ছুঁইছুঁই।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ২৮ জুন, শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে এ ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮১ হাজার ৪৭৭ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ২৯৮ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন করোনারোগী। বর্তমানে যে ৪১ লাখ ২১ হাজার ৮১২ জন চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে ৫৭ হাজার ৭৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ছুইঁছুঁই। এখন পর্যন্ত দেশটিতে ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি, যা বিশ্বে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে ব্রাজিলে। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন, চতুর্থ অবস্থানে থাকা ভারতে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন ও পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ৩ লাখ ১০ হাজার ২৫০ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে যথাক্রমে স্পেন (শনাক্ত ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন), পেরু (শনাক্ত ২ লাখ ৭৫ হাজার ৯৮৯ জন), চিলি (শনাক্ত ২ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন), ইতালি (শনাক্ত ২ লাখ ৪০ হাজার ১৩৬ জন) ও ইরান (শনাক্ত ২ লাখ ২০ হাজার ১৮০ জন)।