real madrid beat espaneol 1-0
Photo Credit: Twitter

লা লিগার শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid) । এস্পানিওলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এখন জিনেদিন জিদানের দল।

রবিবার প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ । ৪৫ মিনিটে করিম বেনজেমার এসিস্ট থেকে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার কাসেমিরো (Casimiro)।

খেলার শুরু থেকেই এস্পানিওলের মাঠে আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তবে গোলের দেখা পেতে অংকে কষ্ট করে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ৪৬ মিনিটে ডি বক্সের ভেতর বেনজেমার দুর্দান্ত ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন ক্যাসেমিরো।

বিরতির পর গোল করার ভালো কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি জিদানের দল । এস্পানিওল গোল পরিশোধ করতে ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

৩২ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে জিদানের দল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।