করোনকালে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের সঙ্গে বৈষম্যের কথা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির মুক্তি পেয়েছেন। প্রায় এক মাস মালয়েশিয়ার পুলিশ হেফাজতে থাকার পর শনিবার মধ্যরাতে তিনি দেশে ফিরছেন।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ রায়হানকে বিমানবন্দরে পাঠায়। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে তার ঢাকায় আসার কথা। বাংলাদেশ সময় রাত ১টায় রায়হান দেশে পৌঁছাবেন।