আগামী দুই বছরের মধ্যে করোনা থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস ।
জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, প্রতি শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যানে অপেক্ষাকৃত কম সময়ে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।
প্রসঙ্গত ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল এবং এর ফলে কমপক্ষে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থা থাকায় আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
হু-এর এমার্জেন্সিস প্রধান মাইকেল রায়ান বলেন যে, ১৯১৮ সালের মহামারী তিনটি ধাপে এসেছিল, কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না ।