জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা হয়েছে। ১৪ ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর ১৫ ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে। জেকেজির করোনা টেস্ট কেলেঙ্কারির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ডা. সাবরিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here