ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে হুথিরা বারবার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি জোট রবিবারের হামলার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
Iran-backed Houthi militants in Yemen launched an explosive-laden drone aimed at Saudi Arabia’s Abha international airport and a remotely controlled explosive-laden boat in the south of the Red Sea. However, both were intercepted & destroyed by Saudi agencies, causing no damage. pic.twitter.com/YbGXv1roG0
— Yemen Matters (@YemenMatters_) August 31, 2020
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সৌদির পক্ষ থেকে বলা হয়েছে।
এর আগে গতমাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছিল।