ফরাসি ওপেনে মেয়েদের এককে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। নারী এককের ফাইনালে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভদ্রোশোভাকে সরাসরি ৬-১, ৬-৩ সেটে হারালেন নতুন এই টেনিস তারকা ।
Champions Corner: @ashbar96 never let tennis go. And tennis never let her go either.
The 2019 @rolandgarros champion joins the Insider Podcast to reflect on her full-circle moment in Paris.
Read/Listen: https://t.co/LEvEFusLTk#RG19 pic.twitter.com/oKFFCLK3Sm
— WTA Insider (@WTA_insider) June 9, 2019
২৩ বছর বয়সী বার্টি ফরাসি ওপেনে অস্ট্রেলিয়ার ৪৬ বছরের শিরোপা খরা কাটালেন । ১৯৭৩ সালে অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্ট ক্যারিয়ারের শেষ ফরাসি ওপেন জিতেছিলেন ।
Wishing our favourite cricket / tennis star all the best in tonight’s #FrenchOpen Final. Go get ‘em, @ashbar96! #BringThehHeat pic.twitter.com/wUnB6KmEpO
— Brisbane Heat (@HeatBBL) June 8, 2019
সবচয়ে মজার ব্যাপার হল এবারে মেয়েদের ফরাসি ওপেন বিজয়ী একজন ক্রিকেটারও । ২০১৪ সালে টেনিস থেকে বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে যোগ দেন । এছাড়া তিনি অস্ট্রেলিয়া মহিলা বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট দলে খেলেছেন ।
পরে টেনিসে ফিরে ফরাসি ওপেন জিতে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার এই নতুন টেনিস রানী।