সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবি সকাল থেকে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বিক্ষোভে উত্তপ্ত হয়েছে উঠেছে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের মতো আজ রবিবারও (৪ অক্টোবর) সৌদি টিকিটের টোকেনের জন্য সকাল থেকে কারওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনের সড়কে অবস্থান নিতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা। অনেকে আসতে শুরু করেন গতকাল রাত থেকেই। সকাল ৯টার মধ্যে হোটেলের আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেইট ভেঙে গেলে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদেরকে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ৪ অক্টোবর নতুন টোকেন বিতরণ করা হবে। ওই ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে মানুষের চাপে গেইট ভেঙে যায়। এসময় ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here