প্রকাশ্যে এলো ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্তের নতুন ছবি। বলিউডের মুন্না ভাইয়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে সঞ্জয় দত্তকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। পাশাপাশি কেমন আছেন বলিউড অভিনেতা, তা নিয়েও চিন্তা প্রকাশ করেন তার ভক্তরা।

সম্প্রতি দুবাই থেকে মুম্বইতে ফেরেন সঞ্জয় দত্ত। ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপির জন্যই দুবাই থেকে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন অভিনেতা। আকাশি রঙের টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট পরে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা যায় সঞ্জয় দত্তকে। বলিউড অভিনেতার ওই ছবি দেখেই তার ভক্তরা চিন্তিত হয়ে যান।

জানা যাচ্ছে, পরপর বিভিন্ন ছবিতে স্বাক্ষর করায় এই মুহূর্তে বিদেশে যাচ্ছেন না সঞ্জয় দত্ত। ফলে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here