রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন দুইজন। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য এমমানুয়েল চার্পেনিয়ার এবং জেনিফার এ দৌদনাকে ২০২০ সালে রসায়নের নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।