চার দিন ঝুলে থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়া গেল। প্রয়োজনীয় ২৮৪টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ঝুলে থাকা রাজ্য পেনসিলভেনিয়ায় ভোটে ট্রাম্পকে ছাড়িয়ে যাওয়ার পর বাইডেনের জয় নিশ্চিত হয়।
Joe Biden wins US presidential election
BBC projects he’s secured enough electoral college votes to defeat Donald Trump#Election2020 https://t.co/mQVd59vCnl pic.twitter.com/MpsmLGDZoO
— BBC Breaking News (@BBCBreaking) November 7, 2020
পেনসিলভেনিয়ায় জিতে গেছেন জো বাইডেন। আর এতে করে তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪-এ। আর এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হবে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।