মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ-এশিয় নারী হিসেবে নির্বাচিত হয়ে কমলা দেবী হ্যারিস (Kamala Harris ) ইতিহাস তৈরি করেছেন।
This election is about so much more than @JoeBiden or me. It’s about the soul of America and our willingness to fight for it. We have a lot of work ahead of us. Let’s get started.pic.twitter.com/Bb9JZpggLN
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
ডেমোক্র্যাট পার্টির সদস্য তিনি। ক্যালিফোর্নিয়া থেকে ৫৬ বছর বয়সী এই সিনেটর জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী লোরেটা স্যানচেজকে হারিয়ে।
ভারতীয় বংশদ্ভূত তামিলনাড়ুর বাসিন্দা মা শ্যামলা গোপালন ছিলেন ভারতীয় ও জামাইকান বংশদ্ভূত পিতার কন্যা কমলা হ্যারিস বর্তমানে সর্বোচ্চ ক্ষমতাধর নারী হিসেবে সর্বোচ্চ পদে আসীন হলেন।