নির্বাচনে হারার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেনের ভোট জালিয়াতির বিষয়ে তার অনড় অবস্থান থেকে সরবেন না। আগামী ছয় মাসেও তার মন পরিবর্তন হবে না।
রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ট ট্রাম্প এ কথা বলেন। খবর বিবিসির
তিনি বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতি হয়েছিল। ব্যালট জালিয়াতি না হলে আমরা সহজেই জিততাম।
গত ৩ নভেম্বরের নির্বাচনের পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বেশিরভাগ সময় নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে কথা বলেছেন। বারবার কারচুপির কথা বললেও ট্রাম্প এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
ট্রাম্প বলেন, ভোট কারচুপির পক্ষে আমরা আদালতে প্রমাণ হাজিরের চেষ্টা করছি কিন্তু আদালত তা গ্রহণ করছে না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।
তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ তাকে সহযোগিতা করছে না। এফবিআইকেও তিনি পাশে পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
বিচারের জন্য সুপ্রিমকোর্টেও যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।