নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারির প্রতিক্রিয়ায় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে নিউ জিল্যান্ড।
New Zealand suspends ties with Myanmar; puts travel ban on military leaders https://t.co/bdofDtnx8v pic.twitter.com/71Wr6upRC8
— Reuters (@Reuters) February 9, 2021
সেই সঙ্গে মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিউ জিল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, “আমরা কঠোর বার্তা দিতে চাই। আমরা বলতে চাই, এখানে, নিউ জিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করব। উচ্চ পর্যায়ের সব আলোচনা আমরা স্থগিত করব। এমন কোনো সাহায্য আমরা মিয়ানমারে দেব না, যেটা সামরিক সরকারকে সুবিধা দেবে।”
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে ৪ কোটি ২০ লাখ ডলারের সহায়তা দিয়েছে নিউ জিল্যান্ড।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারের নেত্রী অং সান সু চিসহ জ্যেষ্ঠ নেতাদের বন্দি করার প্রতিক্রিয়ায় দেশটিতে টানা তিন দিন ধরে প্রতিবাদ চলছে।