অং সান সু চির মুক্তি ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে মিয়ানমারে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।
চলমান আন্দোলনের মধ্যেই মঙ্গলবার তারা এই পদক্ষেপ নেয়। ইয়াঙ্গুন থেকে মাওলামাইনের মধ্যে এখন ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
রয়টার্স জানিয়েছে, সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে প্লাকার্ড হাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের। ‘এখনই আমাদের নেত্রীকে ছেড়ে দাও’ ও ‘জনগণের হাতে ক্ষমতা দাও’ স্লোগান দিচ্ছে তারা।
ইয়াঙ্গুনে বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে মঙ্গলবার। সেন্ট্রাল ব্যাংকের সামনেও জড়ো হয়েছেন অনেকে। বিক্ষোভ চলছে অন্যান্য অনেক স্থানেও।