চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে পিএসজি ৪-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছে। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসের দলটি।
🗒️ Match report: Kylian Mbappé hits stunning hat-trick as Paris become first French side to win at Camp Nou in Champions League history…#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) February 16, 2021
কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সাকে দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে ন্যূনতম ৪-০ ব্যবধানে জিততে হবে । খেলা হবে পিএসজির মাঠে ।
বাংলাদেশ সময় মঙ্গবার রাতে ন্যু ক্যাম্পে শুরুটা ভাল ছিল বার্সার । ২৭ মিনিটে মেসির পেনাল্টি কিকে লিড নেয় বার্সা। পিছিয়ে পড়ে পিএসজি একের পর এক আক্রমণ করতে থাকে। এর ফলে মার্কো ভেরাত্তির পাসে জোরালো শটে গোল করেন এমবাপে (১-১)। প্রথমার্ধ এই ফল নিয়ে মাঠ ছারে দুই দল ।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে এমবাপের গোলে লিড নেয় পিএসজি(২-১)।
৭০ মিনিটে পিএসজির ইতালিয়ান ফরোয়ার্ড কিন হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন । ম্যাচের ৮৫ মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এমবাপে (৪-১)।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সাকে ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে বড় জয় পেতে হবে। এই অসম্ভব কাজকে কীভাবে সম্ভব করার জন্য আগামী ১০ মার্চ পিএসজি মাঠে নামবে রোনাল্ড কুমানের দল।
🗒️ Match report: Mohamed Salah and Sadio Mané earned Liverpool a valuable first-leg win in their round of 16 tie against Leipzig…#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) February 16, 2021
চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির ক্লাব লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে ৫৩ মিনিটে প্রথম গোল করেন মোহামেদ সালাহ ও অপরটি ৫৮ মিনিটে সাদিও মানে।