‘বাবু খাইছো’র পর এবার ‘বাবু পরছো’, ভিডিওসহ

46

সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম। কাজ করছেন এককভাবেও। অন্যদিকে তার আপন ছোট ভাই মীর মারুফও ডিজে মিউজিকে ব্যস্ত।

দুই ভাই মিলে মীর ব্রাদার্স নামে এর আগে প্রকাশিত করেছিলেন ‘বাবু খাইছো?’ শিরোনামের গানচিত্র। সেটি রীতিমতো ভাইরাল হয়।

গানটি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ‘বাবু খাইছো’ গানের নির্মাতারাই এই নতুন গানটি নির্মাণ করেছেন। আগের মতো করেই নতুন গানটি তৈরি করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম ও ছোট ভাই মীর মারুফ। ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ।

করোনাভাইরাস মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াটার এইড বাংলাদেশ। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে।

মীর মারুফ বললেন, ‘‘নাগরিক প্রেমিক-প্রেমিকাদের মুখে প্রায়শই শোনা যায় ‘বাবু’ শব্দটি। সেখান থেকেই তৈরি হয়েছিল ‘বাবু খাইছো?’ গানটি। যা ব্যাপক আলোচনায় আসে।’’

সেই ধারাবাহিকতায় এলো ‘বাবু পরছো?’ গানটি। এর কথাগুলো এমন- ‘কী বাবুরা বাইরে যাওয়ার জন্য রেডি তো, নাকি/ তবে হয়ে যাক/ আজকাল ঘর থেকে বের হওয়াই ফ্যাক্ট/ হুটহাট ভাইরাসে ইনফেক্টেড/ কখন যে কীভাবে করোনা ছড়ায়/ তাই ভেবে সারাদিন এই মন ডরায়/ লিমিটেড ঘুরাফেরা করো রাতদিন/ হাঁচি-কাশি দিতে গেলে মুখ ঢেকে নিন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here