বাংলাদেশে ও ভারতের মধ্যে বাণিজ্য ও পর্যটন বাড়াতে উদ্যোগী হল দু দেশই। ২৬ মার্চ থেকে চলাচল শুরু করবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন। আবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি আসবে ফিরতি ট্রেন। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আবার স্থাপিত হচ্ছে।
বাংলাদেশের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম, ভারতের নর্থ ফ্রন্টিয়ার রেলের ডিভিশনাল ম্যানেজার রবীন্দ্র কুমার এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্র একটি যৌথ সাংবাদিক বৈঠকে জানান, অবিলম্বে ট্রেনটির নাম ও টিকিটের মূল্য ধার্য করা হবে। আপাতত ১০ কামরার ট্রেনটি ৯ ঘণ্টায় ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা নন স্টপ যাত্রা করবে। সপ্তাহে দুদিন অর্থাৎ সোম ও বৃহস্পতিবার ট্রেনটি যাতায়াত করবে।
উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের পর্যটন এবং বাণিজ্য দুটোই লাভবান হবে বলে রেল আধিকারিকরা আশা প্রকাশ করেন।