স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২১ শতকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল, হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০১১-২০২০ সালের মধ্যে সেরা ক্লাব হিসেবে লিওনেল মেসিদের বার্সেলোনাকেই বেছে নিয়েছে।
শুধু বিগত দশ বছর নয় এর আগের দশ বছরের হিসেবেও সেরা ক্লাব নির্বাচিত হয়েছিল বার্সেলোনা। শেষ এই দশ বছরে কাতালান ক্লাবটি দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছে।
তবে আইএফএফএইচএস শুধু বার্সার শিরোপা সংখ্যা নয় বরং এই সময়ে কতগুলো ম্যাচ খেলেছে, কয়টি ম্যাচে জিতেছে, গোলের গড় কতো সব বিবেচনায় এনেছে। তালিকায় অনুমিতভাবেই দ্বিতীয় অবস্থানে অছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার চেয়ে (২৮৭৭) রিয়াল মাদ্রিদ (২৭৮২) ভোট কম পেয়েছে ৯৫টি। তৃতীয় অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখ ভোট পেয়েছে ২ হাজার ৫৯৪.৫ ভোট। পিএসজি ২১ শতকের চতুর্থ সেরা ক্লাবের মর্যাদা পেয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ হয়েছে পঞ্চম সেরা।