দুই দিনের সফর শেষে আজ শনিবার (২৭ মার্চ) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানান।
আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
এক টুইট বার্তায় তিনি বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
PM Narendra Modi concludes his two-day Bangladesh visit, leaves from Dhaka for New Delhi pic.twitter.com/sk6GKRsUJt
— ANI (@ANI) March 27, 2021
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।
গতকাল শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা আসেন মোদি।