launch-capsize
Photo credit: Ekattor TV

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষে আরও ২১ জনের মরদেহ পাওয়া যায়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিলেন। লঞ্চটি উদ্ধারের পর ভেতর থেকে আরও ২১ জনের মরদেহ পাওয়া গেছে। বেলা সোয়া ১টার দিকে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করা হয়। গতকাল ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে গতকাল রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চটি শীতলক্ষ্যার চর সৈয়দপুর এলাকার ব্রিজের কাছে একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় । সাবিত আল হাসান নামের ডুবে যাওয়া লঞ্চটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here