করোনা চিকিত্সায় ব্যবহৃত অ্যান্টি-ভাইরাল ড্রাগ রিমডেসিভির রফতানি নিষিদ্ধ করেছে ভারত। দেশটিতে রেকর্ড করোনা সংক্রমণের কারণে ওষুধটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শনিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার ।
Centre prohibits exports of Injection #Remdesivir and Remdesivir API till #COVID19 situation in the country improves; takes various steps to ensure easy access of Remdesivir to patients and hospitals.https://t.co/PsI3rvXTjI pic.twitter.com/UEkzeKiZuc
— Ministry of Health (@MoHFW_INDIA) April 11, 2021
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইট করে এই সম্পর্কে বলেছে, দেশের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভারত সরকার রিমডেসিভির ইনজেকশন এবং এর অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) রফতানি নিষিদ্ধ করেছে।
যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সের লাইসেন্সকৃত রিমডেসিভির ভারতের সাতটি কোম্পানি উৎপাদন করে। প্রত্যেক মাসে ভারতে অন্তত ৩৯ লাখ রেমডিসিভির তৈরি হয়।