Photo Credit: Twitter/ICC

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে। ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর ।

আরও পড়ুন:

টি-২০ বিশ্বকাপ ২০২১ ফিক্সচার:

সুপার ১২: গ্রুপ পর্যায়ের প্রথম রাউন্ড – আবুধাবিতে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গ্রুপ ১ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে। এরপর সন্ধ্যায় দুবাইয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যুফলাফল
২৩ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআবুধাবিদক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে জয়
২৩ অক্টোবররাত ৮টাইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদুবাইওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৬ উইকেটে জয়
২৪ অক্টোবরবিকেল ৪টাশ্রীলংকা – বাংলাদেশশারজাহবাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ৫ উইকেটে জয়
২৪ অক্টোবররাত ৮টাভারত -পাকিস্তানদুবাইভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়
২৫ অক্টোবররাত ৮টাআফগানিস্তান – স্কটল্যান্ডশারজাহস্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ১৩০ রানে জয়
২৬ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাইওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়
২৬ অক্টোবররাত ৮টাপাকিস্তান-নিউজিল্যান্ডশারজাহনিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫ উইকেটে জয়
২৭ অক্টোবরবিকেল ৪টাইংল্যান্ড- বাংলাদেশআবুধাবিবাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়
২৭ অক্টোবররাত ৮টাস্কটল্যান্ড – নামিবিয়াআবুধাবিনামিবিয়ার ৪ উইকেটে জয়
২৮ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া – শ্রীলংকাদুবাইঅস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়
২৯ অক্টোবরবিকেল ৪টাওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশশারজাহওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়
২৯ অক্টোবররাত ৮টাপাকিস্তান-আফগানিস্তানদুবাইপাকিস্তান ৫ উইকেটে জয়
৩০ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- শ্রীলংকাশারজাহদক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়
৩০ অক্টোবররাত ৮টাঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডদুবাইইংল্যান্ড ৮ উইকেটে জয়
৩১ অক্টোবরবিকেল ৪টাআফগানিস্তান – নামিবিয়াআবুধাবিআফগানিস্তান ৬২ রানে জয়
৩১ অক্টোবররাত ৮টাভারত-নিউজিল্যান্ডদুবাইনিউজিল্যান্ড ৮ উইকেটে জয়
১ নভেম্বররাত ৮টাইংল্যান্ড – শ্রীলংকাশারজাহইংল্যান্ড ২৬ রানে জয়
২ নভেম্বরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা – বাংলাদেশআবুধাবিদক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে জয়
২ নভেম্বররাত ৮টাপাকিস্তান – নামিবিয়াআবুধাবি৪৫ রানে জয় পেল পাকিস্তান
৩ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড – স্কটল্যান্ডদুবাইনিউজিল্যান্ডের ১৬ রানে জয়
৩ নভেম্বররাত ৮টাভারত-আফগানিস্তানআবুধাবিভারতের ৬৬ রানে জয়
৪ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া – বাংলাদেশদুবাইঅস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়
৪ নভেম্বররাত ৮টাওয়েস্ট ইন্ডিজ – শ্রীলংকাআবুধাবিশ্রীলংকার ২০ রানে জয়
৫ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড – নামিবিয়াশারজাহনিউজিল্যান্ডের ৫২ রানে জয়
৫ নভেম্বররাত ৮টাভারত – স্কটল্যান্ডদুবাইভারতের ৮ উইকেটে জয়
৬ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজআবুধাবিঅস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়
৬ নভেম্বররাত ৮টাইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাশারজাহদক্ষিণ আফ্রিকার ১০ রানে জয়
৭ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-আফগানিস্তানআবুধাবিনিউজিল্যান্ডের ৮ উইকেটে জয়
৭ নভেম্বরবিকেল ৪টাপাকিস্তান – স্কটল্যান্ডশারজাহপাকিস্তানের ৭২ রানে জয়
৮ নভেম্বররাত ৮টাভারত – নামিবিয়াদুবাইভারতের ৯ উইকেটে জয়
১০ নভেম্বররাত ৮টাইংল্যান্ড -নিউজিল্যান্ড
টি ২০ ১ম সেমিফাইনাল
আবুধাবিনিউজিল্যান্ডের ৫ উইকেটে জয়
১১ নভেম্বররাত ৮টাপাকিস্তান – অস্ট্রেলিয়া
টি-২০ ২য় সেমিফাইনাল
দুবাইঅস্ট্রেলিয়ার ৫ উইকেটে জয়
১৪ নভেম্বররাত ৮টাফাইনাল
অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড
দুবাইঅস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়

 

আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেখান থেকে সুপার দল হিসেবে চারটি দল মূল পর্বে উঠবে।

তারিখবাংলাদেশ সময়ম্যাচ – ফলাফলভেন্যু
১৭ অক্টোবরবিকেল ৪টাওমান – পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ১০ উইকেটে জয়
মুসকাট, ওমান
১৭ অক্টোবররাত ৮টাবাংলাদেশ- স্কটল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ৬ রানে জয়
মুসকাট, ওমান
১৮ অক্টোবরবিকেল ৪টাআয়ারল্যান্ড- নেদারল্যান্ড
নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৮ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা-নামিবিয়া
নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৯ অক্টোবরবিকেল ৪টাস্কটল্যান্ড- পাপুয়া নিউগিনিমুসকাট, ওমান
১৯ অক্টোবররাত ৮টাওমান-বাংলাদেশ
ওমানের বিপক্ষে বাংলাদেশের ২৬ রানে জয়
মুসকাট, ওমান
২০ অক্টোবরবিকেল ৪টানামিবিয়া-নেদারল্যান্ড
নেদারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৬ উইকেটে জয়
আবু ধাবি
২০ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা- আয়ারল্যান্ডআবু ধাবি
২১ অক্টোবরবিকেল ৪টাবাংলাদেশ- পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানে জয়
মুসকাট, ওমান
২১ অক্টোবররাত ৮টাওমান-স্কটল্যান্ড
ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের ৮ উইকেটে জয়
মুসকাট, ওমান
২২ অক্টোবরবিকেল ৪টানামিবিয়া – আয়ারল্যান্ড
নামিবিয়া ৮ উইকেটে জয়
শারজাহ
২২ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা- নেদারল্যান্ড
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়
শারজাহ

 

সেমিফাইনালের সূচি:

প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১০ নভেম্বর, বুধবার, আবুধাবি, রাত ৮টা)।

দ্বিতীয় সেমিফাইনাল: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, বৃহস্পতিবার, দুবাই, রাত ৮টা)।

প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর রাত ৮ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।

  • টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

  • টি-২০ বিশ্বকাপের দল কয়টি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ৮টি দল অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওমানের মধ্যে থেকে ৪টি দল সুপার দল হিসেবে মূল পর্বে উঠবে।
    এই চারটি দল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সাথে সুপার ১২ পর্বে যোগ দেবে।
  • ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-২০ বিশ্বকাপ
  • টি-২০ বিশ্বকাপের ভেন্যু: ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজাহ ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠ
  • টি ২০ বিশ্বকাপ ফাইনাল ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
  • ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনাল কবে: ১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here