বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
Judge Peter Cahill reads guilty verdict in trial of Derek Chauvin, the former policeman who has been convicted of murdering George Floyd https://t.co/0BXNKYyACT pic.twitter.com/RlBcatsY1A
— BBC Breaking News (@BBCBreaking) April 20, 2021
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, মিনেসোটার ইতিহাসে কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর জন্য এই প্রথম কোনও সাদা পুলিশ কর্মকর্তাকে দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এ মামলায় ৪৫ বছর বয়সী ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত তিনটি অভিযোগ দ্বিতীয় ডিগ্রি হত্যা, তৃতীয় ডিগ্রি হত্যা এবং দ্বিতীয় ডিগ্রি বেআইনিভাবে অনিচ্ছাকৃত হত্যা হিসাবে দোষী সাব্যস্ত করা হয়েছে ।
ছয়জন সাদা এবং ছয়জন কৃষ্ণ পুরুষ এবং মহিলা নিয়ে গঠিত ১২ সদস্যের জুরি কমিটি তিনটি অভিযোগে ডেরেক চৌভিনকে দোষী হিসাবে দায়ী করেন। ইতোমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তা ডেরেক হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে প্রায় ৯ মিনিট ধরে বসে ছিলেন, গত বছর এরকম একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে।