আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার, ৬ মে থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হচ্ছে। তবে বন্ধ থাকছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারের গণপরিহন চালুর পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৬ মে থেকে শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।’

শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা বলেন।

গণপরিবহন চালুর ক্ষেত্রে যেসব শর্ত মেনে চলতে হবে সেগুলো হলো, বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।

এদিকে করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলমান লকডাউন ৬ মে থেকে আরো ১০ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত চালু রাখার সিদ্ধান্তের পাশাপাশি সরকার এবারের ঈদুল ফিতরেও দূরপাল্লার যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার, ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ৬ মে থেকে জেলার অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here