করোনা মহামারির মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালিয়ে যাওয়ায় এবার দিল্লির উচ্চ আদালতে মামলা করা হয়েছে। আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজসেবক ইন্দর মোহন সিংহ আইপিএল বন্ধ করার দাবিতে মামলা করেছেন।

মামলাকারী দুই আইনজীবী ভারতীয় গনমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানান, ভারতের সরকার মানুষের স্বাস্থ্যগত দিকের চেয়েও আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আইপিএল বন্ধ করার জোর আবেদন জানিয়েছি।

ভারতের কেন্দ্রীয় সরকার, বিসিসিআই, আইপিএল পরিচালনা বিভাগ, গভর্নিং কাউন্সিল এবং দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দিল্লীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে।

করোনা মহামারীর ভয়াবহ রূপ দেখছে ভারত। পুরো ভারতে মাঝে দিল্লির করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। আর এই পরিস্থিতির মাঝেই সেখানে চলছে আইপিএল। এরই মাঝে আইপিএলেও হানা দিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের কয়েকজন। আইসোলেশনে পাঠানো হয়েছে দিল্লি ক্যাপিটালস দলকে। বাতিল হয়েছে ম্যাচ ও অনুশীলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here