নারীর মা হওয়ার সিদ্ধান্তে স্বাধীনতার কথা বললেন অভিনেত্রী মিথিলা। তিনি বলেন, ‘মা হওয়াটা নারীর জন্য বাধ্যতামূলক নয়। নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কী-না। তার ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।’

আজ রোববার বিশ্ব মা দিবস। এ নিয়ে ইনস্টগ্রামে একটি ভিডিও বার্তা দেন মিথিলা। সেখানে তিনি বলেন, ‘যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন এটি।’ মিথিলার মতে, এক জন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের ওপর মানসিক চাপ দেওয়াও ঠিক নয়।

মিথিলা বলেন ‘মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মানসিক ও শারীরিক সহায়তার প্রয়োজন তাদের। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।’

তিনি মনে করেন, মায়েদের ‌সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তারা সেই ‌অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এভাবেই।

মিথিলা ও অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের একমাত্র কন্যা আয়রা ৮-এ পা দিয়েছে গত মাসে। আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছিলেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here