বাংলাদেশের জন্য উপহার হিসাবে চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
Chinese Covid vaccine Sinopharm gets WHO approval https://t.co/XLSueXFaY2
— BBC News (World) (@BBCWorld) May 7, 2021
কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে। উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা এলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরো কিছু দিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার কারণে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।