Photo credit: Twitter

কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই বৈরিতা অবসান হচ্ছে না বলে ঘোষণা দেয়ার পর সোমবার ভোর রাতে নতুন করে গাজায় গোলাবর্ষণ শুরু হয়। এর মধ্যেই গাজায় নিহতের সংখ্যা প্রায় ২০০ ছাড়িয়ে গেছে ।

 

গাজায় এ পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫৮টি শিশু ও ৩৪ জন নারী রয়েছে। এর আগে ইস্রায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তীব্র আক্রমণ চালিয়ে কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, আরও কয়েক ডজন আহত করেছে এবং কমপক্ষে তিনটি আবাসিক ভবনকে গুড়িয়ে দিয়েছে ।

অন্যদিকে জেরুজালেমের উত্তরে একটি আংশিকভাবে নির্মিত সিনাগগের গ্যালারি ধসে ২ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হয়েছেন।

ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগের ম্যাগেন ডেভিডন অ্যাডম বলেন, নিহত দুজনের একজন হলেন ৪০ বছর বয়স্ক পুরুষ ও অপরজন ১২ বছর বয়স্ক এক কিশোর।

পুলিশ জানিয়েছে, রবিবার জেরুসালেমের বাইরে রোববার ইহুদি জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য ওই সময় কয়েক শ’ লোক সিনাগগে জমায়েত হয়েছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here