এবারের লা লিগায় বার্সালোনা শিরোপার দৌড়ে তৃতীয় হলেও মেসি ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন । তবে শুধু গোল করা নয়, সর্বোচ্চ ৯ গোলের জোগানদাতা হিসাবেও এ মৌসুমে সবার ওপরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
📌 Top #Goalscorers…
🏆 @LuisSuarez9's 21st of the season secured the #LaLigaSantander title for @atletienglish!
⚽️ @iqoniq ⚽️ pic.twitter.com/B9UMybMZSu
— LaLiga English (@LaLigaEN) May 24, 2021
এই নিয়ে টানা পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে পুরস্কার হিসেবে পিচিচি ট্রফি পাবেন তিনি। এছাড়া ৮ম বারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে ইতিহাসের পাতায় এখন একমাত্র এই আর্জেন্টাইন ফুটবল তারকা ।
👑 The 𝐆𝐎𝐀𝐋 King 👑
2009/10: 34 ⚽
2011/12: 50 ⚽
2012/13: 46 ⚽
2016/17: 37 ⚽
2017/18: 34 ⚽
2018/19: 36 ⚽
2019/20: 25 ⚽
2020/21: 30 ⚽️Lionel Messi wins his 𝐄𝐈𝐆𝐇𝐓𝐇 top scorer award in #LaLigaSantander! 🏆 pic.twitter.com/OQ4JWieYe7
— LaLiga English (@LaLigaEN) May 24, 2021
এর আগে দুই কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজকেও পাঁচবার করে জিতেছেন পিচিচি ট্রফি।