কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে চমক দেখালো পেরু।
লাতিন আমেরিকার সেরা এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে ফাইনালে খেললেও পেরু সোমবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল কাগজে-কলমে পিছিয়ে থেকেই। তবে মাঠে খেলায় চমক দেখিয়েছে তারাই। কলম্বিয়ার বিপক্ষে তুলে নিয়েছে দারুণ এক জয়।
ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনা গোল করে পেরুকে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোনো দল গোল পায়নি। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ মিনিটে ইয়েরি মিনার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কলম্বিয়া, যে গোলটি তারা আর শোধ দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
দারুণ এই জয়ে ‘এ’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বে উঠে এসেছে পেরু। সমান সংখ্যক মেয়ে ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান দুইয়ে। এই গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।