করোনায় এক সপ্তাহের মৃত্যুতে শীর্ষ দশের তালিকায় বাংলাদেশের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও শনাক্তের নিরিখে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে নতুন নতুন রেকর্ড হচ্ছে সেই হিসেবে শীর্ষ দশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।
সংস্থাটি আরো জানিয়েছে গত ৯ জুলাই পর্যন্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।
এ ছাড়া নতুন রোগী শনাক্তের দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম। মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে ভারত।
এ দিকে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন ও মারা গেছে ৪০ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন।