২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সময়সূচি, কবে, কোথায়, কার বিপক্ষে খেলবে
Photo Credit: Twitter

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে । সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে বাংলাদেশ তিনটি ম্যাটই খেলবে ওমানে। ১৭ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

খেলার আরও খবর:

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে বাংলাদেশ পাচ্ছে – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে।

অন্যদিকে প্রথম পর্ব থেকে এরমধ্যেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও অনেকটাই নিশ্চিত। তাই ২৪ অক্টোবর বিকেল চারটায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে টাইগাররা ।

তারিখবাংলাদেশ সময়ম্যাচ – ফলাফলভেন্যু
২৪ অক্টোবরবিকেল ৪টাবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার ৫ উইকেটে জয়
শারজাহ
২৭ অক্টোবরবিকেল ৪টাবাংলাদেশ বনাম ইংল্যান্ড
ইংল্যান্ডের ৮ উইকেটে জয়
আবুধাবি
২৯ অক্টোবরবিকেল ৪টাবাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়
শারজাহ
২ নভেম্বরবিকেল ৪টাবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে জয়
আবুধাবি
৪ নভেম্বরবিকেল ৪টাবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ৩ উইকেটে জয়
দুবাই

 

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

তারিখবাংলাদেশ সময়ম্যাচ – ফলাফলভেন্যু
১৭ অক্টোবরবিকেল ৪টাওমান – পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ১০ উইকেটে জয়
মুসকাট, ওমান
১৭ অক্টোবররাত ৮টাবাংলাদেশস্কটল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ৬ রানে জয়
মুসকাট, ওমান
১৮ অক্টোবরবিকেল ৪টাআয়ারল্যান্ড- নেদারল্যান্ড
নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৮ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা-নামিবিয়া
নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৯ অক্টোবরবিকেল ৪টাস্কটল্যান্ড- পাপুয়া নিউগিনিমুসকাট, ওমান
১৯ অক্টোবররাত ৮টাওমানবাংলাদেশ
ওমানের বিপক্ষে বাংলাদেশের ২৬ রানে জয়
মুসকাট, ওমান
২০ অক্টোবরবিকেল ৪টানামিবিয়া-নেদারল্যান্ড
নেদারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৬ উইকেটে জয়
আবু ধাবি
২০ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা- আয়ারল্যান্ডআবু ধাবি
২১ অক্টোবরবিকেল ৪টাবাংলাদেশপাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানে জয়
মুসকাট, ওমান
২১ অক্টোবররাত ৮টাওমান-স্কটল্যান্ড
ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের ৮ উইকেটে জয়
মুসকাট, ওমান
২২ অক্টোবরবিকেল ৪টানামিবিয়া – আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৮ উইকেটে জয়
শারজাহ
২২ অক্টোবররাত ৮টাশ্রীলঙ্কা- নেদারল্যান্ড
নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার ৮ উইকেটে জয়
শারজাহ

 

সুপার টুয়েলভ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কখন, টি-২০ বিশ্বকাপ, খেলার ফলাফল, বাংলাদেশ ক্রিকেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here