লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ সময় আজ সকালে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।
বুয়েন্স আইরেসে ম্যাচের ১৪ মিনিটে ড্যানিয়াল পারেডেসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দলের দ্বিতীয় ও ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
এই ম্যাচে হ্যাটট্রিক করার ফলে মেসি দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড গড়লেন। এতদিন কিংবদন্তী পেলে ৭৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এবার মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯ৃ-এ।
🔢 Standings after a massive week of #WorldCup qualifying in South America 🌎 pic.twitter.com/IqLatAurNy
— FIFA World Cup (@FIFAWorldCup) September 10, 2021
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ৮ ম্যাচে ৫টি জয় ও ৩টি ড্রয়ে মোট ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।