চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার চুক্তির আওতায় আরও ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

শুক্রবার রাত ২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনার-৭৮৭ বিমানটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হ্যালং উয়ান। তিনি লিখেছেন, ‘চীন সব সময়ই সাপ্লাই নিয়মিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ ছাড়া শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছেন, ‘প্রতি সপ্তাহে আমরা চীন থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার একটি শিডিউল পেয়েছি। যেমন ধরেন, শনিবার ৫০ লাখ টিকা আসবে। এভাবে এ মাসের চার সপ্তাহে চারটি চালান আসার কথা রয়েছে। এভাবে সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে আগামী নভেম্বর পর্যন্ত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here