এবার প্রথমবারের মতো পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হবে। গতকাল সোমবার এক চিঠিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে এ বছরই প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইপিবি। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা হয়ে ওঠেনি।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। প্রতিবছর এই মেলায় দেশ-বিদেশের কয়েকশ প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে।

তবে এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো না থাকায় ২০১৭ সালের অক্টোবরে পূর্বাচলের নতুন শহরের ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। ৭৭৩ কোটি টাকা ব্যয়ে চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here