চলতি বছরে চিকিৎসাবিজ্ঞানে দুই মার্কিনী নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন ডেভিড জুলিয়াস ও আর্ডেন প্যাটাপুটিন।
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to David Julius and Ardem Patapoutian “for their discoveries of receptors for temperature and touch.” pic.twitter.com/gB2eL37IV7— The Nobel Prize (@NobelPrize) October 4, 2021
তাপমাত্রা এবং স্পর্শের অনুভূতির জন্য দায়ী কোন রিসেপ্টর বা স্পর্শেন্দ্রিয় তা বের করার জন্য তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) স্টকহোমে ক্যারোলিন্সকা ইন্সটিটিউটে নোবেল প্রাইজ কমিটির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।