পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পের ঘটনায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলার নিকটবর্তী এলাকায় ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্প অনুভূত হবার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কিছু স্থাপনা ভেঙ্গে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
রয়টার্স বলছে, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, ভূমিকম্পের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে।