টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা। বৃহস্পতিবার আল আমেরাত স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
A stellar showing from Bangladesh 💫#T20WorldCup | #BANvPNG | https://t.co/SPogxPtkNE pic.twitter.com/WgJgtIqNtq
— T20 World Cup (@T20WorldCup) October 21, 2021
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে । ২৮ বলে ৫০ রান করেন মাহমুদুল্লাহ। এছাড়া ৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১৯ রান করেন সাইফুদ্দিন। ২ রানে অপরাজিত থাকেন মাহেদি।
পাপুয়া নিউ গিনির কাবুয়া মোরেয়া-ড্যামিয়েন রাভু ও ভালা প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
জবাবে পাপুয়া নিউ গিনি বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ১৯.৩ ওভারে ৯৭ রান করে। এই পরাজয়ের পর টানা তিন হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাপুয়া বাহিনী।